‘টস জিতলে আমরাও আগে বোলিং নিতাম’
চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। লন্ডনের ওভালের কন্ডিশন এবং পিচ কিছুটা বোলিং-সহায়ক বলে স্বাগতিকরা আগে বোলিংয়ে নেমেছে। এমন অবস্থায় টস জিতলে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা কী করতেন? তিনিও নাকি আগে বোলিংয়ে নামতেন।
ম্যাচ শুরুর আগে ধারাভাষ্যকারদের কাছে এমনই জানিয়েছেন মাশরাফি। এ ব্যাপারে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কি, টস জিতলে আমরাও আগে বোলিং নিতাম। অবশ্য টস হারের কারণে এখন আমাদের আগে ব্যাটিংয়ে নামতে হচ্ছে। আমাদের প্রধান কাজ হচ্ছে প্রতিপক্ষের সামনে একটা চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দেওয়া।’
দলে পরিবর্তন সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ভালো ইনিংস গড়তে হলে ব্যাটিংয়ে আমাদের ভালো করতে হবে। তাই তিন নম্বরে ফেরানো হয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসকে। দলে তৃতীয় পেসার হিসেবে জায়গা পেয়েছেন রুবেল হোসেন। বাদ পড়েছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।’
পরিবর্তন এসেছে ইংল্যান্ড দলেও। আদিল রশিদের বদলে পেসার জ্যাক বলকে দলে নেওয়া হয়েছে। ফিট রয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। খেলছেন তিনি। শুধু ব্যাটিং নয়, বলও করবেন এই অলরাউন্ডার।
গত বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুখস্মৃতি নিয়ে উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মিরপুরেও ইংলিশদের বিপক্ষে জয়ের স্মৃতি রয়েছে বাংলাদেশের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট,ইয়ন মরগান বেন স্টোকস, জস বাটলার মঈন আলি, ক্রিস উকস, লিয়াম প্লাঙ্কেট ও মার্ক উড ও জ্যাক বল।