মাশরাফির লক্ষ্য ১৫০-১৬০ রান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এর আগে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দল তৃতীয়বার মুখোমুখি হবে রোববার, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এবার জয় ধরা দেবে তো? বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ধারণা, জিততে হলে প্রোটিয়াদের ১৫০ থেকে ১৬০ রানের লক্ষ্য দিতে হবে।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা খুবই ব্যালান্সড আর শক্তিশালী দল। এমন দলের বিপক্ষে জিততে হলে আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে। আমার মনে হয় জিততে হলে ১৫০ থেকে ১৬০ রানের লক্ষ্য দিতে হবে ওদের।’
ব্যাটসম্যানরা ছন্দে থাকায় এই রান করা সম্ভব হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘এই মুহূর্তে আমাদের দলের ব্যাটসম্যানরা খুবই ভালো ফর্মে আছে। তাই এই রান করা অসম্ভব হবে না। বাংলাদেশ আগে ব্যাট করলে একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে পারবে বলেই আমার বিশ্বাস।
ব্যাটিং-বোলিং-ফিল্ডিং প্রতিটি বিভাগেই দক্ষিণ আফ্রিকা শক্তিশালী। এমন দলকে হারাতে মাশরাফির বিধান, ‘আমরা ঘরের মাঠে খেললেও দক্ষিণ আফ্রিকার এই দলকে হারানো খুব একটা সহজ হবে না। সেরা টিমওয়ার্ক দিয়েই এই দলের বিপক্ষে জিততে হবে। আমাদের চেষ্টা থাকবে সামর্থ্যের সেরাটা দিয়ে খেলার।’