জিততে চাই ১৪৯ রান
টি-টোয়েন্টিতে দুবার মুখোমুখি হয়ে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের জন্য মাশরাফি বাহিনীকে করতে হবে ১৪৯ রান।
যথার্থ অধিনায়কের মতো ব্যাটিং করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ফাফ ডু প্লেসি। ৬১ বলে ৭৯ রানের ইনিংস খেলে দলকে এনে দিয়েছেন লড়াই করার মতো সংগ্রহ। শেষ পর্যায়ে রাইলি রুসোর ২০ বলে ৩১ রানের ইনিংসও ভালো অবদান রেখেছে স্কোরবোর্ডে ১৪৮ রান জমা করার পেছনে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বল হাতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। টস হেরে ফিল্ডিংয়ে নেমে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের উইকেট তুলে নেন আরাফাত সানি। ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ডধারী ভিলিয়ার্স সাজঘরে ফিরেছেন মাত্র দুই রান করে। চতুর্থ ওভারে নাসির তুলে নিয়েছেন ডি ককের উইকেট। একটি ছয় মেরে ৮ বলে ১২ রান করে আউট হয়েছেন ডি কক। তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও জেপি ডুমিনি। কিন্তু আবার প্রোটিয়া শিবিরে আঘাত হেনেছেন আরাফাত সানি। ফিরিয়েছেন ১৮ রান করা জেপি ডুমিনিকে। ডিপ মিড উইকেটে তাঁর ক্যাচ দারুণভাবে তালুবন্দী করেছেন নাসির হোসেন।
দুই ওভারের প্রথম স্পেলে কোনো সাফল্য না পাওয়ার পর নিজের তৃতীয় ওভারে সাকিব তুলে নেন ডেভিড মিলারের উইকেট। এই উইকেট শিকার করে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারিও বনে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
পঞ্চম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে অপরাজিত ছিলেন ডু প্লেসি ও রুসো।
ভারতের বিপক্ষে চারজন পেসারের দল গড়েছিল বাংলাদেশ। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রাধান্য দেখা যাচ্ছে স্পিনারদের। দলে নেওয়া হয়েছে দুই বিশেষজ্ঞ স্পিনার আরাফাত সানি ও সোহাগ গাজীকে। পেসার হিসেবে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে আছেন অভিষেক সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখানো মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন রুবেল হোসেন।
বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে লিটন দাসের। তবে উইকেটরক্ষক হিসেবে ফিরেছেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও আরাফাত সানি।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক, রাইলি রুসো, এবি ডি ভিলিয়ার্স, ফাফ ডু প্লেসি, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডেভিড উইজা, ওয়েইন পার্নেল, কাইল অ্যাবট, অ্যারন ফাঙ্গিসো ও কাগিসো রাবাদা।