দুই বোনের লড়াইয়ে সেরেনার জয়
২০০৯ সালের ফাইনালের পর আবার উইম্বলডনে মুখোমুখি হয়েছিলেন দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস। সেবারের মতো এবারও বড় বোন ভেনাসকে হারিয়ে দিয়েছেন সেরেনা। ছয় বছর আগে ভেনাসকে হারিয়ে সেরেনা জিতেছিলেন উইম্বলডনের শিরোপা। আর এবার পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। চতুর্থ রাউন্ডের লড়াইয়ে ৬-৪, ৬-৩ গেমের সহজ জয় পেয়েছেন মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা।
পুরুষ এককে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দুই শিরোপাপ্রত্যাশী রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। ফেদেরার ৬-২, ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন স্পেনের রবার্তো বাউতিস্তাকে। মারে ৭-৬ (৯/৭), ৬-৪, ৫-৭, ৬-৪ গেমে হারিয়েছেন ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচকে। তবে চতুর্থ রাউন্ডে কঠিন পরীক্ষার সামনে গতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনের বিপক্ষে প্রথম দুই সেটই হেরে গিয়েছিলেন ৬-৭ (৬/৮), ৬-৭ (৬/৮) গেমে। পরের দুই সেটে অবশ্য পেয়েছেন ৬-১, ৬-৪ গেমের জয়। সোমবার ফলাফল নির্ধারণী পঞ্চম সেট আলোক স্বল্পতায় খেলা হয়নি।
মহিলা এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন ২০০৪ সালের শিরোপাজয়ী মারিয়া শারাপোভা। এই রুশ তারকা ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন কাজাখস্তানের জারিনা দিয়াসকে। শেষ আটে পা রেখেছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। কোয়ার্টার ফাইনালে তাঁকে খেলতে হবে গতবারের শিরোপাজয়ী সেরেনা উইলিয়ামসের বিপক্ষে। আর সেমিফাইনালে যাওয়ার জন্য শারাপোভাকে লড়তে হবে যুক্তরাষ্ট্রের কোকো ভ্যানডাওয়েগের বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারলে সেমিফাইনালে মুখোমুখি হবেন শারাপোভা ও সেরেনা।