চ্যাম্পিয়নস ট্রফি নয়, ভাবনায় শুধুই এই সিরিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটিতে জয় পেলেই ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তবে মাশরাফি বিন মুর্তজা চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মোটেও ভাবছেন না। বাংলাদেশ অধিনায়কের ভাবনায় শুধুই আসন্ন ওয়ানডে সিরিজ। তাঁর আশা, এই সিরিজ জিতে প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য-খরা দূর করতে পারবে বাংলাদেশ।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে একটা ম্যাচ জিতে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে আমরা মোটেও ভাবছি না। আমাদের ভাবনাজুড়ে রয়েছে এই ওয়ানডে সিরিজ। এই সিরিজের সাফল্য নিয়েই আমাদের যত চিন্তা। সবকিছু ঠিকঠাক হলে আশা করছি ভালো করতে পারব।’
দক্ষিণ আফ্রিকাকে সমীহ করছেন ঠিকই, তবে তিনটি ওয়ানডেতেই জয়ের ব্যাপারে আশাবাদী মাশরাফি, ‘দক্ষিণ আফ্রিকাকে ফেভারিট মানতে দ্বিধা নেই আমাদের। তা ছাড়া দ্বিপক্ষীয় সিরিজে যেকোনো দলের বিপক্ষেই তাদের এগিয়ে রাখতে হবে। তবে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আশা করি এই সিরিজের তিনটি ম্যাচই জিততে পারব।’
কাজটা অবশ্য ভীষণ কঠিন হবে বলেই ধারণা দেশের অন্যতম সেরা পেসারের, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানো মোটেও সহজ নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগ মিলে তারা পরিপূর্ণ ব্যালান্সড দল। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে হবে।’
চোট কাটিয়ে মাহমুদউল্লাহর দলে ফেরাকে স্বাগত জানিয়ে মাশরাফির মন্তব্য, ‘মাহমুদউল্লাহর দুর্ভাগ্য ভারতের বিপক্ষে খেলতে পারেনি। সে ফেরায় দলের শক্তি অনেক বেড়েছে। তবে ছন্দে ফিরতে তার হয়তো কিছুটা সময় লাগবে।’