টেনিসে আবার ‘সেরেনা স্লাম’
ঠিক এক যুগ আগে, ২০০৩ সালে টানা চারটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সেরেনা উইলিয়ামস। টেনিস সার্কিটে যার নাম হয়ে যায় ‘সেরেনা স্লাম’। এক যুগ পর আরেকটি ‘সেরেনা স্লাম’-এর সাক্ষী হল টেনিস-দুনিয়া। উইম্বলডনের ফাইনালে স্পেনের গার্বিনে মুগুরুজাকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে আরো একবার টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে।
৩৩ বছর ২৮৯ দিন বয়সে ষষ্ঠ উইম্বলডন জিতে আরো কিছু অর্জন মুঠোবন্দি করলেন সেরেনা। কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভাকে পেছনে ফেলে তিনিই এখন বয়োজ্যেষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়ন। অবশ্য শুধু উইম্বলডন নয়, টেনিসের উন্মুক্ত যুগে এত বয়সে আর কোনো নারী গ্র্যান্ড স্লাম জিততে পারেননি।
২১তম গ্র্যান্ড স্লাম জিতে সেরেনা এখন ইতিহাসের তৃতীয় সফলতম নারী টেনিস খেলোয়াড়। তাঁর সামনে আছেন শুধু অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট ও জার্মানির স্টেফি গ্রাফ। কোর্ট জিতেছেন ২৪টি গ্র্যান্ড স্লাম, আর গ্রাফ ২২টি। আগামী আগস্টে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন হলে গ্রাফের পর এক বছরে চারটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন সেরেনা। জার্মান তারকা সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ১৯৮৮ সালে।
সে সব চিন্তা পরে। আপাতত টানা চারটি গ্র্যান্ড স্লাম জয়ের আনন্দে আত্মহারা সেরেনা। ফাইনালে মুগুরুজাকে হারানোর পর তাঁর উচ্ছ্বাসভরা মন্তব্য, ‘বিশ্বাসই হচ্ছে না এখানে আরেকটি সেরেনা স্লাম নিয়ে দাঁড়িয়ে আছি। সত্যি দারুণ লাগছে।’