ক্ষতিটা পুষিয়ে দিলেন সৌম্য
ব্যাট হাতে করেছেন মাত্র ৮ রান। আট বলের ছোট্ট ইনিংসে কখনই স্বস্তিতে ছিলেন না সৌম্য সরকার। ফিল্ডিংয়েও আত্মবিশ্বাসের অভাব দেখা গেল টাইগার ক্রিকেটারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় দিনে তাইজুলের বলে ম্যাট রেনশর সহজ ক্যাচ মিস করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে জিততে হলে এ ধরনের ক্যাচ নেওয়াটাও যে জরুরি।
তবে ক্যাচ মিসের জন্য খুব বেশি আক্ষেপ করতে হয়নি সৌম্য বা বাংলাদেশের সমর্থকদের। প্রথম দফায় ক্যাচ ফেললেও পরের ওভারেই সেটা পুষিয়ে দিয়েছেন সৌম্য। সাকিবের বলে প্রথম স্লিপে তালুবন্দি করেছেন সেই রেনশকেই। বাংলাদেশও আধিপত্য ধরে রেখেছে অস্ট্রেলিয়ার ওপরে।
সোমবার দিনের শুরুতেই অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথকে ফিরিয়েছিলেন মিরাজ। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনটাও নিজেদের করে নেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন টাইগাররা। এরপর উইকেটে জেঁকে বসেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম্ব। ৬৯ রানের জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। এরপর আবার উইকেট পেতে পারতেন এই বাঁহাতি স্পিনার। স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। তবে সেটা ধরতে পারেননি সৌম্য সরকার।
তাতে অবশ্য ক্ষতিটা খুব বেশি হয়নি বাংলাদেশের। পরের ওভারেই রেনশকে ফেরান সাকিব। এবার দারুণ ক্যাচ ধরেন সৌম্য। প্রথম চেষ্টায় বলটা হাত থেকে ফস্কে গেলেও দ্বিতীয় প্রচেষ্টাতে তালুবন্দি করেন টাইগার ব্যাটসম্যান। আর তাতেই দ্বিতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য ধরে রাখল বাংলাদেশ। এরই মধ্যে অস্ট্রেলিয়ার অর্ধেক স্কোয়াড প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন সাকিব-মিরাজরা। দেখা যাক, শেষ পর্যন্ত প্রথম ইনিংসে করা বাংলাদেশের ২৬০ রানের জবাবে কত রান করতে পারে অস্ট্রেলিয়া।