ঢিল-কাণ্ডের পর সাগরিকায় নিশ্ছিদ্র নিরাপত্তা
নিরাপত্তা-সংক্রান্ত কত নাটকই না হলো অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরকে ঘিরে। যে জমজমাট ক্রিকেটীয় লড়াইটি হওয়ার কথা ছিল ২০১৫ সালে, সেটি পিছিয়ে গেল দুটি বছর। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বাংলাদেশের ক্রিকেট বোর্ড নিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। তারপরও সেটি এড়ানো গেল না। অভিযোগ উঠল অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের টিম বাসে ঢিল ছুড়ে মারার। ব্যাপারটা তেমন গুরুতর না হলেও নেতিবাচক একটা আঁচড় ঠিকই লাগল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সিরিজে।
গতকাল সোমবার চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ঘটেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। অস্ট্রেলিয়ান ক্রিকেট বাসের একটি জানালার কাচ পাওয়া গেছে ভাঙা অবস্থায়। ধারণা করা হচ্ছে, ছোট পাথর বা ইটের আঘাতেই সেটি ভেঙে থাকতে পারে। তবে সে সময় এই বাসে ছিলেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।
নিরাপত্তা-সংক্রান্ত কর্তৃপক্ষও বিষয়টি দেখছে খুব গুরুত্ব দিয়ে। অস্ট্রেলিয়া দলের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়া-আসার পথের নিরাপত্তাব্যবস্থা আরো কঠোর করা হয়েছে। আজ দ্বিতীয় দিনের খেলার সকাল থেকে স্টেডিয়াম অঞ্চলেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। স্টেডিয়ামে ঢোকার মূল রাস্তার অনেকখানি সামনে দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। সন্দেহজনক কিছু নজরে এলেই জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। স্টেডিয়ামের পাশের রাস্তাগুলোতে টিকেট ছাড়া কাউকে ঢুকতেও দিচ্ছেন না তাঁরা।
এত সব বাধা পেরিয়ে স্টেডিয়ামের ভেতরে এসে পড়লে অবশ্য হতাশ হতে হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের। প্রথম ম্যাচের মতো সিরিজের দ্বিতীয় ম্যাচেও রোমাঞ্চকর এক লড়াই-ই উপহার দিচ্ছেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। ৬ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় দিনে এখন পর্যন্ত টাইগারদের স্কোর : ২৯২/৭। দ্বিতীয় দিন সকালে ৬৮ রান করে সাজঘরে ফিরেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।