অস্ট্রেলিয়ার টিম বাসে ঢিল, নিরাপত্তা জোরদার
নিরাপত্তাহীনতার অজুহাতে এর আগেও সিরিজ বয়কট করেছিল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রায় এক যুগ পর বাংলাদেশ সফরে এসেছে অসিরা। প্রথম টেস্টটা নির্বিঘ্নে শেষ হলেও দ্বিতীয় টেস্টের শুরুতেই নিরাপত্তার প্রশ্নটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বাস লক্ষ্য করে কে বা কারা ঢিল ছুড়েছে। তবে ওই সময় বাসের ভেতর ক্রিকেটাররা ছিলেন না। তারপরও এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে দলটি। অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি গণমাধ্যম গুরুত্বের সঙ্গেই সংবাদটি প্রচার করছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারলের উদ্ধৃতি দিয়ে ‘সিডনি মর্নিং হেরাল্ড’ বলছে, ‘দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষে হোটেলে ফেরার পর দেখা যায়, টিম বাসের একটি জানালা ভাঙা ছিল। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছে নিরাপত্তা দল। স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করছে।’
শন ক্যারলের বরাত দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বাংলাদেশের ক্রিকেট কর্তৃপক্ষ বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে। এ ঘটনার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।’
প্রথম দিনের খেলা শেষে ৬ উইকেটে ২৫৩ রান করেছে বাংলাদেশ। অধিনায়ক মুশফিকুর রহিম ৬২ ও নাসির হোসেন ১৯ রানে ব্যাট করছেন। মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিনে একটি বা দুটি সেশন খেলতে পারলে অস্ট্রেলিয়ার সামনে বড় সংগ্রহ রাখতে সক্ষম হবে টাইগাররা।