অস্ট্রেলিয়া সিরিজে চোখ মুশফিকের
গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে সাফল্যের পথে অগ্রযাত্রা। বিশ্বকাপে দারুণ সাফল্যের পর বিশেষ করে ওয়ানডেতে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স। সেপ্টেম্বরের শেষ দিকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী চ্যালেঞ্জ অর্থাৎ অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকিয়ে মুশফিকুর রহিম। বাংলাদেশের টেস্ট অধিনায়কের বিশ্বাস, সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ওয়ানডের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষেও ভালো করা সম্ভব।
সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মিরপুর টেস্ট শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘গত অক্টোবর-নভেম্বর থেকে টানা চারটি ওয়ানডে সিরিজে জিতেছি আমরা। টেস্টেও আমাদের পারফরম্যান্স যথেষ্ট ভালো। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও আমাদের পক্ষে ভালো করা সম্ভব।’
যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ার আশঙ্কা করছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘টেস্ট র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলা সহজ ব্যাপার নয়। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। আশা করি এই চ্যালেঞ্জে আমরা জয়ী হতে পারব।’
তবে মুশফিকের বিশ্বাস, মাঝে বেশ লম্বা বিরতি থাকায় উজ্জীবিত হয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারবে বাংলাদেশ, ‘বিশ্বকাপের পর থেকেই আমরা একটানা খেলছি। টানা খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য আমাদের কিছুদিন বিশ্রাম খুব প্রয়োজন। অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রায় দুই মাস বিরতি পেতে যাচ্ছি। খেলোয়াড়রা তাই নতুন উদ্যমে মাঠে নামতে পারবে।’