ওয়ানডে নয়, শুধু টেস্ট খেলবে অস্ট্রেলিয়া
‘অস্ট্রেলিয়াকে ওয়ানডে খেলার প্রস্তাব দেওয়া হবে’—বিসিবি সভাপতি নাজমুল হাসানের এমন আশ্বাসে আশায় বুক বেঁধেছিলেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাঁদের আশার গুড়ে বালি ঢেলে শুধু দুটো টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ এসে পৌঁছাবে তারা।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।
দুই টেস্টের সিরিজের আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনদিনের ম্যাচটি শুরু হবে ৩ অক্টোবর থেকে। যে ম্যাচে অতিথিদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
প্রথম টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৯ থেকে ১৩ অক্টোবর। ১৭ থেকে ২১ অক্টোবর দ্বিতীয় ও শেষ টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
গত সপ্তাহে নাজমুল হাসান জানিয়েছিলেন, আগামী অক্টোবরে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির বোর্ড সভায় অস্ট্রেলিয়াকে ওয়ানডে ম্যাচ খেলার প্রস্তাব দেবেন তিনি। কিন্তু সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় সেই আশ্বাস বোধহয় মূল্যহীন হয়ে পড়ল!