হেরাথের বুড়ো হাড়ের ভেল্কি!
স্বাধীনতা দিবসে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ের প্রত্যাশাই করছিলেন ভারতের সমর্থকরা। কিন্তু অবিশ্বাস্যভাবে হারের মুখ দেখতে হলো ভারতকে। কোহলি বাহিনীকে যিনি চরমভাবে হতাশ করলেন, তাঁর নাম রঙ্গনা হেরাথ। অনেকেই যে বয়সে ক্রিকেট থেকে অবসর নিয়ে ফেলেন, সেই বয়সেই নিজেকে যেন নতুন করে চেনাচ্ছেন শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার। দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ভারতকে বিধ্বস্ত করেছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। নাম লিখিয়েছেন রেকর্ডবুকেও।
বাঁহাতি স্পিনার হিসেবে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন ভারতের বিষেন সিং বেদির সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছিল হেরাথকে। গল টেস্টের আগে দুজনেই দ্বিতীয় ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন পাঁচবার। কিন্তু এবার বেদিকে ছাড়িয়ে এককভাবেই রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন হেরাথ। টেস্টে দ্বিতীয় ইনিংসে ছয়বার নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট।
সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট ছয়বার নেওয়ার কৃতিত্ব দেখাতে পেরেছেন মাত্র দুজন। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার দুই কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরলিধরন। দুজনেই দ্বিতীয় ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন সাতবার। আর একবার এটা করতে পারলেই তাঁদের পাশে বসে যেতে পারবেন হেরাথ।
তবে এরই মধ্যে বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে হেরাথ পেছনে ফেলেছেন ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, অনিল কুম্বলেদের মতো কিংবদন্তিদের। তিনজনেই দ্বিতীয় ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন পাঁচবার।