ইতালির বিপক্ষে ফ্রান্সের সহজ জয়
রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বকাপের এই আসরে দলগুলো যেখানে প্রস্তুত হচ্ছে মূল মঞ্চে নিজেদের কলা-কৌশল প্রদর্শনের জন্য, সেখানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে থাকতে হচ্ছে দর্শক হয়ে। বাছাই পর্বের বাধা টপকাতে না পেরে ইতালিকে ছিটকে পড়তে হয়েছে এবারের বিশ্বকাপ থেকে। বিশ্বকাপে না খেললেও ইতালি অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। এখানেও খুব একটা সুবিধা করতে পারছে না দলটি। গতকাল রাতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে ভরাডুবি হয়েছে জিয়ানলুইজি বুফনের দেশটির। ৩-১ গোলের ব্যবধানে সহজ জয় পেয়েছে ফ্রান্স।
নিজেদের মাঠ আলিয়ানজ রিভিরায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শুরুতেই ইতালিকে চেপে ধরে ফ্রান্স। একের পর এক আক্রমণে কোনঠাসা করে ফেলে তাদের। স্বাগতিকরা প্রথম গোলের দেখা পায় ম্যাচের অষ্টম মিনিটেই। গোলবারের মুখে খালি জায়গায় বল পেয়ে যান বার্সেলোনার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। খুব সহজেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এগিয়ে থেকে আত্মবিশ্বাস যেন বেড়ে যায় ফ্রান্সের। প্রথমার্ধেই আসে দ্বিতীয় গোল। ডি বক্সের মধ্যে লুকাস হার্নান্দেজ ফাউলের শিকার হন। ফলে পেনাল্টি পায় ফ্রান্স। ২৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল আদায় করে নেন আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আন্তোনিও গ্রিজম্যান।
ফ্রান্সের দুই গোলের বিপরীতে গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে খেলতে থাকে ইতালি। ম্যাচের ৩৬তম মিনিটে ইতালির পক্ষে গোল পরিশোধ করেন লিওনার্দো বনুচ্চি। ২-১ গোলের ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই উসমানে ডেম্বেলে ব্যবধান বাড়ানোর দারুণ এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। তাঁর জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে ম্যাচের ৬৩ মিনিটে আবারও সুযোগ পেয়ে এবার আর আশাহত করেননি এই বার্সেলোনা তারকা। দুর্দান্ত গতির জোরালো শটের মাধ্যমে ব্যবধান বাড়ান এই ২১ বছর বয়সী ফরোয়ার্ড। ম্যাচের বাকি সময় আক্রমণ পাল্টা আক্রমণ করলেও দুই দলই গোল পেতে ব্যর্থ হয়। ফলে ৩-১ গোলের সহজ জয় নিয়ে বিশ্বকাপের আসরের আগে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নেয় ফ্রান্স।