বিশ্বকাপের ইতিহাসে যিনি সবচেয়ে ‘বুড়ো’
রজার মিলারের রেকর্ডটা সেই কবেই ভেঙেছেন ম্যান্ড্রাগন। ক্যামেরুন ফরোয়ার্ডের (৪২ বছর) রেকর্ড ভেঙে গত ব্রাজিল বিশ্বকাপেই সবচেয়ে বেশি বয়সী ফুটবলার (৪৩ বছর ৩ দিন) হিসেবে মাঠে নেমেছিলেন কলম্বিয়ান গোলরক্ষক। আসছে রাশিয়া বিশ্বকাপে সেই ‘বুড়ো’ তকমাটা পেতে যাচ্ছেন এশেম আল হাদেরি।
লিভারপুলের হয়ে শেষ এক মৌসুমে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে পুরো বিশ্ব ফুটবলের আলোটাই এই মুহূর্তে মোহাম্মদ সালাহর ওপর। হাদেরির পরিচয় দিতে গেলে সবচেয়ে বেশি কাজে দেবেন এই ফরোয়ার্ডই। সালাহর দেশ মিসর দলের গোলরক্ষক যে তিনিই!
২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে মিসর উঠেছে বিশ্বকাপে। আগের বিশ্বকাপটা টিভিতে বা মাঠে দেখা হয়নি সালাহর। দেখবেন কীভাবে, বয়সই মাত্র ২৬! তবে ১৯৯০ সালে দেশের অংশ নেওয়া শেষ বিশ্বকাপটা এশেম আল হাদারি দেখেছেন নিশ্চিত। ৪৫ বছর বয়সী এই ফুটবলারের তখন ১৭ বছর বয়সী এক টগবগে তরুণ।
এবার যখন মিসর নামছে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলতে, এই হাদেরিই দিতে যাচ্ছেন দলের নেতৃত্ব। ১৯৭৩ সালের ১৫ জানুয়ারি জন্ম নেওয়া এই গোলরক্ষকের বর্তমান বয়স ৪৫ বছর পাঁচ মাস। ফলে রাশিয়ার মাঠে নেমেই হাদেরি যে গড়ে ফেলছেন সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ মাতানোর রেকর্ডটা নিশ্চিত!
মজার ব্যাপার ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় ‘বুড়ো’ ফুটবলার রাফায়েল মারকেজের সঙ্গেও হাদেরিই বয়সের পার্থক্য ছয় বছর! তা ছাড়া সেনেগাল কোচ আলিও সিসে, সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাইজ ও বেলজিয়াম দলের দায়িত্বে থাকা রবার্তো মার্টিনেজের চেয়েও বয়সে বড় এই হাদেরি।