প্রথম ম্যাচের আর্জেন্টিনা একাদশ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ, আর প্রতিপক্ষ আইসল্যান্ড। অনেকটাই অপরিচিত দলটির বিপক্ষে আর্জেন্টিনাকে একটু হিসাব কষেই মাঠে নামতে হচ্ছে। এ ম্যাচের জন্য এরই মধ্যে প্রথম একাদশ ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলি।
আজ শনিবার মস্কোয় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় আইসল্যান্ডের বিপক্ষে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।
এ ম্যাচের প্রথম একাদশে জায়গা হয়নি গঞ্জালো হিগুয়েইন ও পাওলো দিবালার। অবশ্য জায়গা পেয়েছেন ম্যানসিটি স্টাইকার সার্জিও আগুয়েরোও। এ ছাড়া উল্লেখযোগ্য হিসেবে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাচেরানো ও লুকাস বিলিয়ার মতো খেলোয়াড়রা।
অবশ্য সবারই নজর আলাদাভাবে থাকবে মেসির দিকে। মেসির চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদো বিশ্বকাপের সূচনাটা করেছেন দুর্দান্তভাবে। এবার মেসি কেমন করেন- তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা। রোনালদোর শুরুটা ভালো হওয়ায় মেসির ওপর কিছুটা চাপও থাকবে বলে মনে করছেন অনেকেই।
আর্জেন্টিনা একাদশ : মার্কোস রোহো, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লুকাস বিলিয়া, উইলি ক্যাবায়েরো, এদুয়ার্দো সালভিও, নিকোলাস ওটামেন্দি, হাভিয়ের মাচেরানো, ম্যাক্সিমিলিয়ানো মেজা, লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো।