‘দুঃখজনক’ পেনাল্টি মিসের দায় নিলেন মেসি
আর কত দুঃখপ্রকাশ করবেন আর হতাশ হবেন লিওনেল মেসি? আর্জেন্টিনার জার্সি গায়ে এই জিনিস ক্রমাগত করেই যাচ্ছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। বার্সেলোনার হয়ে অবিস্মরণীয় সব সাফল্য পেলেও জাতীয় দলের হয়ে এখনও মেসি হয়ে আছেন এক আক্ষেপের নাম। গতকাল আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে যে আক্ষেপটা বেড়েছে আরো কয়েকগুণ।
পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেওয়ার মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারেননি অধিনায়ক মেসি। আর্জেন্টিনাও শেষপর্যন্ত মাঠ ছেড়েছে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়ে। ম্যাচ শেষে তাই আক্ষেপ আর হতাশাই ঝড়ে পড়ল মেসির কণ্ঠে, ‘তাদের ডিফেন্স ভেদ করা আমাদের জন্য কষ্টকর ছিল। প্রতিপক্ষ দল যখন অনেক নিচে নেমে খেলতে থাকে তখন সেটা সহজও হয় না। পেনাল্টিটা মিস ছিল খুবই দুঃখজনক। আমি এর দায় নিচ্ছি।’
তবে এখন এই ম্যাচের কথা ভেবে দুঃখ আর আফসোস করতে রাজি নন মেসি। বরং তিনি নজর দিতে চান পরবর্তী ম্যাচগুলোর দিকে। আর্জেন্টাইন এই তারকা বলেছেন, ‘আমাদের এখনই পাগল হওয়ার কিছু নেই। জয়টা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু আমাদের আরো অনেক উন্নতিও করতে হবে। আর এখন আমাদের শান্ত থাকতে হবে।’
জাতীয় দল ও বার্সেলোনার হয়ে মেসির নেওয়া সর্বশেষ সাতটি পেনাল্টির মধ্যে চারটিই খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য।