ম্যারাডোনাকে পাশে পাচ্ছেন মেসি
পেনাল্টিটা মিস না হলে হয়তো এত কথা হতো না। কিন্তু পেনাল্টি মিস হলো। আর পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি! আর এতেই আইসল্যান্ডে আটকে গেল আর্জেন্টিনা! ড্র দিয়ে শুরু করতে হলো বিশ্বকাপ।
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা স্পার্তাক স্টেডিয়ামে বসে সেই খেলা দেখলেন। তবে তিনি মেসির পক্ষেই আছেন। তিনি বললেন, ‘আমি তো পাঁচটি পেনাল্টি মিস করেছি, তারপরও তো আমি ম্যারাডোনাই।’ ফুটবল বিষয়ক অনলাইন পোর্টাল গোল ডটকম এ খবর দিয়েছে।
এ ব্যাপারে ম্যারাডোনা বলেন, ‘সে (মেসি) তার যা কিছু আছে তা মাঠে দেখিয়েছে। বাচ্চাটা (মেসি) তার দায়িত্ব পালন করেছে।’
ম্যারাডোনা বলেন, ‘জয়-পরাজয়-ড্র যাই হোক না কেন, ১১ জন ফুটবলারই তাতে জড়িত। আপনাকে দেখতে হবে আপনি কীভাবে জয়-পরাজয় বা ড্র করবেন।
তবে এ সময় ম্যারাডোনাকে দলের পাশেই পাচ্ছেন মেসি-ডি মারিয়ারা। ম্যারাডোনার বিশ্বাস আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, ‘আমরা সমস্যায় পড়ে গেছি। তারপরও আমরা ঈশ্বরে বিশ্বাস করি, বিশ্বাস করি আমরা উন্নতি করতে পারব।’
গত শনিবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে নামে আইসল্যান্ড।
মাত্র ১৯ মিনিটেই সার্জিও আগুয়েরোর গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৩ মিনিটেই গোল পরিশোধ করেন আইসল্যান্ডের আলফ্রেড ফিনবগাসন।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা ও তার সমর্থকদের হতাশায় ডুবিয়ে দেন লিওনেল মেসি। ম্যাচের ৬৪ মিনিটে মেসির পেনাল্টি রুখে দেন আইসল্যান্ডের গোলরক্ষক।
১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক ম্যারাডোনা সব সময় মেসির পাশেই থাকার কথা বলেন। এর আগে সময়ে দুঃসময়ে মেসির পাশে থাকার জন্যই ভক্তদের অনুরোধ করেছেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন ম্যারাডোনা। ওই দলে ছিলেন মেসিও।