সাম্পাওলির বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ!
আর্জেন্টিনা দল নিয়ে বিশ্বকাপে অংশ নিতে দিন কয়েক আগেই রাশিয়াতে পৌঁছেছিলেন কোচ হোর্হে সাম্পাওলি। আইসল্যান্ডের বিপক্ষে ড্র করে অবশ্য বিশ্বকাপে জুতসই সূচনা পায়নি আর্জেন্টিনা। এবার নতুন খবরে আরও অশান্ত আকাশী-সাদা শিবির। হঠাৎ-ই যৌন কেলেঙ্কারির অভিযোগে কাঠগড়ায় কোচ সাম্পাওলি!
৫৮ বছর বয়স্ক সাম্পাওলির বিরুদ্ধে অভিযোগ, তিনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) এক বিবাহিত নারীকর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিলেন। তবে, এএফএ সভাপতি অস্বীকার করেছেন সে অভিযোগ।
অভিযোগের জল গড়িয়েছে অনেক দূর, স্বয়ং এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়াকে গণমাধ্যমের সামনে কথা বলতে হয়েছে। সাম্পাওলির বিপক্ষে অভিযোগ সেখানেই অস্বীকার করেছেন তিনি।
তাপিয়ার ভাষ্যে, ‘আমি আমার কোচের ওপর ভরসা রাখছি। যে লোকটার স্ত্রী ও সন্তান আছে তাঁকে নিয়ে এমন অভিযোগ করার আগে লোকজন অভিযুক্তদের পারিবারিক ও অন্যান্য ক্ষতির কথা ভাবেনা। আমি জানি সাম্পাওলি কেমন মানুষ, তাঁর প্রতি আমার সমর্থন কখনই কমবেনা।’
২০১৫ সালে এই সাম্পাওলির অধীনেই চিলি আর্জেন্টিনাকে পরাজিত করে জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। স্বদেশি কোচের দিকে তখন থেকেই নজরটা রেখেছিল এএফএ। শেষমেশ গত বছর লা-লিগা দল সেভিয়ার কোচের পদ থেকে ইস্তফা দিয়ে লিওনেল মেসিদের দায়িত্ব বুঝে নিয়েছিলেন সাম্পাওলি। তাঁর অধীনেই আর্জেন্টিনা টিকিট পায় রাশিয়া বিশ্বকাপের।
টিকিট পাওয়া হয়েছিল অনেক কষ্টে, দলনায়ক মেসির হ্যাটট্রিকে ভর করে। তবে রাশিয়ার মাঠে এসে নিজেদের উদ্বোধনী ম্যাচেই খর্বশক্তির আইসল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় ম্যাচ শেষ করেছেন মেসিরা। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামবে আগামী শুক্রবার রাত ১২টায়।