মেসিতেই ভরসা রাখছেন দিবালারা
বিশ্বকাপে দলের প্রথম ম্যাচেই লিওনেল মেসি পেয়েছিলেন পেনাল্টিতে গোল করে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ। তবে, আর্জেন্টাইন দলনায়ক করতে পারেননি লক্ষ্যভেদ। রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচটায় নবাগত আইসল্যান্ডের বিপক্ষে তাই ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তবে, পাওলো দিবালা বলছেন অধিনায়কে বিশ্বাস রাখছেন তাঁরা।
গত শনিবার ম্যাচের ১৯ মিনিটে কুন আগুয়েরোর গোলে এগিয়ে গেলেও তার ঠিক চার মিনিট পর সমতায় ফেরে আইসল্যান্ড। ১-১ সমতায় এগিয়ে যাচ্ছিল ম্যাচ। ৬৪ মিনিটে আর্জেন্টিনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পটকিকে মেসির নেওয়া শটটা ঠেকিয়ে দেন আইসল্যান্ড গোলরক্ষক।
উদ্বোধনী ম্যাচেই হতাশ করেছেন মেসি। পেনাল্টি থেকে দলকে গোল করে পারেননি এগিয়ে নিতে। সে গোলটা হলে হয়তো বা আর্জেন্টিনা মাঠ ছাড়ত জয় নিয়েই।
দিবালা অবশ্য হাতটা রাখছেন দলনায়কের কাঁধেই, ‘অবশ্যই আমরা তাঁর পাশে আছি। তাঁকে সেটা মনে করিয়ে দেওয়ার কিছু নেই। যখনই তাঁর আমাদের প্রয়োজন হবে, আমরা আছি তাঁকে সাহায্য করার জন্য। আমরা তাঁর পাশেই থাকব, এটা বদলাবে না।’
নিজেদের পরের ম্যাচের আগে ইতিমধ্যেই আর্জেন্টিনা কোচ বলেছেন দলে আসবে ‘বড় পরিবর্তন’। আর সে পরিবর্তন নিয়েই আগামীকাল বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।