‘সবাই নেইমারকে থামাতে চায়’
সুইজারল্যান্ড ফুটবলারদের ফাউলে জর্জরিত হয়েছিলেন নেইমার ডি সিলভা। গতকাল মঙ্গলবার থাকতে পারেননি দলের অনুশীলনের পুরো সময়টায়। তবে, মাঠে ছেড়ে যাওয়া নেইমারকে নিয়ে চিন্তিত নন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সতীর্থ ফিলিপে কৌতিনহো।
গতকাল দলের সঙ্গে অনুশীলনে মাঠে নেমেও মাত্র ১৫ মিনিটের মধ্যেই আবার উঠে পড়েছিলেন নেইমার। সুইসদের সঙ্গে ১-১ গোলে শেষ হওয়া ড্র ম্যাচে ব্রাজিলিয়ান তারকা ছিলেন প্রতিপক্ষের মূল ভীতি। স্বভাবতই তাঁকে দমিয়ে রাখার আপ্রাণ চেষ্টা ছিল সুইজারল্যান্ড দলের। সে কারণেই কিনা দশটি ফাউলের শিকার হয়েছেন নেইমার।
অবশ্য কৌতিনহোর কাছে এমনটাতে অবাক হচ্ছেন না। সদ্য শেষ হওয়া মৌসুমেই বার্সেলোনায় যোগ দেয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলছেন, ‘সবাই নেইমারকে থামাতে চায়। এ কারণেই সে যখন মাঠে নামে তখন প্রচুর ফাউলের শিকার হয়।’
উপর্যুপুরি ফাউলে ডান পায়ের গোড়ালির গাঁটে ব্যথা পেয়ে নেইমারকে গতকাল দেখা গেছে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেই। অবশ্য নিজের অভিষেক বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই গোল তুলে নেয়া আরেক ফরোয়ার্ড কৌতিনহো মোটেও উদ্বিগ্ন নন নেইমারের চোট নিয়ে।
রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারকে দলেই পাবেন বলে আশা করছেন চলতি বিশ্বকাপে ব্রাজিলের হয়ে প্রথম গোল করা কৌতিনহো, ‘ব্যাপারটা আপনারা যেভাবে দেখছেন আমিও সেভাবে দেখেছি। তাঁর সঙ্গে আমার কোন কথা হয়নি, অনুশীলনের শেষ দিকে হয়েছিল এমনটা। আমার যা মনে হয়, সে বোধহয় কিছু অনুভব করছিল। তবে সেটা স্বাভাবিক।’
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী শুক্রবার কোস্টারিকার মাঠে নামবে। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।