প্রথমার্ধে গোলশূন্য সমতায় ব্রাজিল-কোস্টারিকা
প্রথম ম্যাচে সুইজারল্যান্ডে আটকা পয়েছিল ব্রাজিল। ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল সে ম্যাচ। কোস্টারিকার বিপক্ষে আসরের দ্বিতীয় ম্যাচে সাফল্যে মরিয়া ব্রাজিল প্রথমার্ধে ছিল দুর্বার। অবশ্য কোনো সাফল্য পায়নি তারা। তাই প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।
সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল কোস্টারিকা। ১৩ মিনিটে ফ্রান্সিসকো কালভো চমৎকার প্লেসিং সাইডবার ঘেঁষে বাইরে চলে যায় বল।
ম্যাচের ২৭ মিনিটে এগিয়ে যেতে পারতো ব্রাজিল। গোলরক্ষকে একা পেয়েও জালে জড়াতে পারেননি নেইমার।
প্রথমার্ধে কোনো সাফল্য না পেলেও ব্রাজিল দারুণ ফুটবল খেলেছে। দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়াটাও ছিল চমৎকার। তাই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি।
অবশ্য এ ম্যাচে ব্রাজিল যে সাফল্য পেতে পারে সেটা বোঝাই যাচ্ছে। তেমন ইঙ্গিতও পাওয়া গেছে তাদের খেলায়।
অবশ্য কোস্টারিকাও কাউন্টার অ্যাটাকে কয়েকটি আক্রমণ গড়ে ব্রাজিলের ভীত নাড়িয়ে দিয়েছে মাঝে মধ্যে।
কোস্টারিকার জন্য এই ম্যাচটি বাঁচামরার লড়াই। তাঁর আগের ম্যাচেও হেরেছিল, সার্বিয়ার কাছে ১-০ গোলে।