রাশিয়ার বিপেক্ষ প্রথমার্ধে এগিয়ে উরুগুয়ে
প্রথম ম্যাচে সৌদি আবরের বিপক্ষে পাঁচ গোলের জয়, দ্বিতীয় ম্যাচে মিসরকেও বড় ব্যবধানে হারায় রাশিয়া। ঘরের মাঠে চলমান বিশ্বকাপে শুরুর এই সাফল্যে যেন আকাশে উড়ছিল স্বাগতিকরা। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে সে দলটিই কি না খেই হারিয়ে ফেলেছে। ম্যাচের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে লুইস সুয়ারেজের দল।
আজ সোমবার সামারায় অনুষ্ঠিত এই ম্যাচের শুরুতেই এগিয়ে যায় উরুগুয়ে। ম্যাচের ১০ মিনিটে লুইস সুয়াজ লক্ষ্যভেদ করেন।
প্রথমে এক গোলে এগিয়ে উরুগুয়ে আরো উজ্জীবিত হয়ে ওঠে। অল্প কিছুক্ষণের মধ্যে ব্যবধান দ্বিগুণও করে ফেলে তারা। আত্মঘাতি গোলে রাশিয়া পিছিয়ে পড়ে।
প্রথমার্ধে দুই গোলে এগিয়ে উরুগুয়ে এক রকম আধিপত্য বিস্তার করতে থাকে ম্যাচে। সে ধারাবাহিকতায় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা।
অবশ্য এই দুটি দল দুটি করে ম্যাচ জিতে নকআউট পর্বে খেলা আগেই নিশ্চিত করে ফেলেছে। উরুগুয়ে প্রথম ম্যাচে ১-০ গোলে মিসরকে এবং দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে সৌদি আরবকে হারিয়েছিল।
আর রাশিয়া প্রথম ম্যাচে ৫-০ গোলে সৌদি আরবকে এবং দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে মিসরকে হারায় ।