শাহাদাতের জাতীয় লিগ খেলতে বাধা নেই
গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন এখন পলাতক। পুলিশ খুঁজছে তাঁকে। তাঁর এই ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিব্রত। তারপরও নাকি এই পেসারের জাতীয় লিগে খেলতে বাধা নেই!
বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান শেখ মোহাম্মদ সোহেল জানিয়েছেন, ‘শাহাদাত হোসেন যে কাজটি করেছেন তা অবশ্যই নিন্দনীয়। তবে তা একেবারেই ক্রিকেটের বাইরের ব্যাপার। এর সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। তাই বিসিবির অধীনে কোনো টুর্নামেন্টে খেলতে তাঁর বাধা নেই।’
আগামী ১৮ সেপ্টেম্বর মাঠে গড়াবে জাতীয় লিগ। এই আসরেও শাহাদাতের খেলতে বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা, ‘সে যে কাজটি করেছে তা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় না, জাতীয় লিগে খেলায় কোনো বাধা আসবে।’
এই ঘটনায় শাহাদাতের বাবা-মা বিসিবির কার্যালয়ে কর্মকর্তাদের সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান বলেন, ‘আসলে বিসিবি তো এর সঙ্গে জড়িত নয়। তাই এখানে বিসিবির করারও তেমন কিছু নেই। দেশের প্রচলিত আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে।’
গত রোববার শরীর ও চোখে আঘাতের চিহ্নসহ ১১ বছর বয়সী হ্যাপিকে উদ্ধার করে মিরপুরের স্থানীয় বাসিন্দারা। শিশুটির অভিযোগ, সে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের বাসায় গৃহকর্মী ছিল। শাহাদাত ও তাঁর পরিবারের লোকজন তার ওপর নির্যাতন করেছে। হ্যাপি জানিয়েছে, শাহাদাতের পরিবারের নির্যাতনের কারণে সে বাসা থেকে পালিয়েছে। সেদিনই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।
রাতেই মিরপুরের বাসিন্দা সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক বাদী হয়ে শাহাদাত হোসেন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে মামলা করেন।