অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরিবর্তিত বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ হবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা এখন ঢাকায় অবস্থান করছেন। তবে এর মধ্যেই প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে। দলে কোনো চমক নেই। গত জুলাই-আগস্টে দক্ষিণ আফ্রিকা সিরিজের দলটি অপরিবর্তিত রাখা হয়েছে। ১৪ জনের মধ্যে ছয়জনই এখন বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে ভারত সফরে রয়েছেন।
প্রথম টেস্টের দলে আছেন জন্ডিসের কারণে প্রাথমিক ক্যাম্পে যোগ দিতে না পারা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। সুস্থ হয়ে সোমবারই ক্যাম্পে যোগ দিয়েছেন তিনি।
দল অপরিবর্তিত রাখা প্রসঙ্গে বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলগত পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল। সেই বিবেচনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল অপরিবর্তিত রাখা হয়েছে। আশা করি আমাদের দলের পারফরম্যান্স ভালো হবে।’
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৯ অক্টোবর থেকে প্রথম টেস্ট এবং মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ১৭ অক্টোবর থেকে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা। তার আগে ৩ থেকে ৫ অক্টোবর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে তিনদিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হওয়ার কথা অস্ট্রেলিয়ার।
প্রথম টেস্টের বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, নাসির হোসেন, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।