শিগগিরই মাঠে ফেরা হচ্ছে না মাশরাফির
জাতীয় লিগের ম্যাচ খেলতে শুক্রবারই খুলনায় যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তাই হাসপাতালে তো বেশ কিছুদিন থাকতেই হবে। তা ছাড়া সহসা মাঠেও ফেরা হচ্ছে না তাঁর।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাশরাফির রক্তে প্লাটিলেটের মাত্রা কমে গেছে। অবশ্য এতে খুব একটা শঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী, ‘ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে মাশরাফির রক্তে প্লাটিলেটের মাত্রা অনেকটাই কমে গেছে। এতে শরীর অনেক দুর্বল হয়ে পড়ে। অবশ্য এতে শঙ্কার কিছু নেই। জ্বর নিয়ন্ত্রণে রয়েছে এটি অবশ্য ভালো দিক। তবে হাসপাতালে আরো কিছু দিন থাকতে হতে পারে তাঁকে। কতদিন থাকতে হতে পারে, তা এখনই বলা যাচ্ছে না।’
বৃহস্পতিবার রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন মাশরাফি। মূলত সেখানেই পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু জ্বর ধরা পড়ে। আরো কিছু পরীক্ষা করতে হবে। তার পরই বোঝা যাবে ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই ক্রিকেটারকে কতদিন হাসপাতালে থাকতে হতে পারে।
অবশ্য গত সোমবার মাশরাফি ঘোষণা দিয়েছিলেন জাতীয় ক্রিকেট লিগে খেলার। ফিটনেসের উন্নতিতে মাশরাফিকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে ফেরার সাহস জুগিয়েছে। তাই টেস্ট ক্রিকেটে ফেরারও চিন্তাভাবনা করছিলেন তিনি। আপাতত জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলে নিজের ফিটনেসের অবস্থা দেখতে চেয়েছিলেন।
মাশরাফির অনেক প্রতীক্ষার প্রত্যাবর্তনটা অবশ্য পিছিয়েই গেল। জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খেলাতো হচ্ছেই না, কবে মাঠে ফিরবেন তিনি তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ২০১৪ সালের জানুয়ারিতে সর্বশেষ বড় দৈর্ঘ্যের ক্রিকেটে খেলেছিলেন মাশরাফি।
দীর্ঘ ছয় বছর টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলছেন নিয়মিত। গত আঠারো মাস সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য তিনি।
সর্বশেষ টেস্ট খেলেছেন তিনি ২০০৯ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেন্ট ভিনসেন্ট টেস্টে বাংলাদেশের অধিনায়ক হিসেবে অভিষেকও হয়েছিল তাঁর। কিন্তু দুর্ভাগ্য, চোটের কারণে সেই ম্যাচে মাত্র ৬ ওভার ৩ বল করতে পেরেছিলেন। এর পর আর টেস্ট খেলার সুযোগ হয়নি তাঁর।
মাশরাফির দুই হাঁটু সাত-সাতটি অস্ত্রোপচারের ধকল সহ্য করেছে। তবে যখন নতুন করে স্বপ্ন দেখার সাহস পেতে শুরু করেছেন তখনই আরেকটি যন্ত্রণা এলো তাঁর জীবনে।