বিপিএলের আগেই জিম্বাবুয়ে সিরিজ
আগামী ২০ নভেম্বর বিপিএল নামে পরিচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠান। তার দুই দিন পর জমকালো টি-টোয়েন্টি প্রতিযোগিতাটির প্রথম ম্যাচ। বিপিএলের তৃতীয় আসর শুরু হওয়ার আগেই বাংলাদেশে চলে আসবে জিম্বাবুয়ে। ঢাকার মাটিতে তারা পা রাখবে নভেম্বরের প্রথম সপ্তাহে। আইসিসির সভায় অংশ নিয়ে ঢাকায় ফিরে সে কথাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নাজমুল হাসান বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের আসন্ন সিরিজের অনেক কিছুই চূড়ান্ত হয়ে গেছে। আশা করছি কিছুদিনের মধ্যে আমরা সূচি প্রকাশ করতে পারব। প্রাথমিকভাবে আলোচনা করে আমরা ঠিক করেছি যে নভেম্বরের প্রথম সপ্তাহে জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে। আমরা ১৮ অথবা ১৯ নভেম্বরের মধ্যে খেলা শেষ করতে চাই।’
দুবাইয়ে আইসিসির সভায় যোগ দিতে যাওয়ার আগে নাজমুল হাসান জানিয়েছিলেন দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। তবে ঢাকায় ফিরে বিসিবি সভাপতির কণ্ঠে ভিন্ন সুর, ‘আইসিসির সভায় জিম্বাবুয়ের ক্রিকেট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছি আমরা। সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং জানুয়ারিতে টেস্ট সিরিজ হওয়ার সম্ভাবনা বেশি।’
‘নিরাপত্তা ঝুঁকি’র কারণে বাংলাদেশ সফর স্থগিত করেছে অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে কোনো সংশয় নেই বলে আইসিসির সভায় জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘যে শঙ্কার কথা বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি তেমন নয়। আইসিসির সভায় আমরা তা তুলে ধরেছি। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী বছর বাংলাদেশেই হচ্ছে।’
সফর স্থগিত করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্মকর্তারা দুঃখ প্রকাশ করেছেন বলেও জানিয়েছেন নাজমুল হাসান, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার বিদায়ী চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডসের সম্মানে এক নৈশভোজে আমি অংশ নিয়েছিলাম। সেখানে তাঁরা বাংলাদেশে না আসার জন্য বারবার দুঃখ প্রকাশ করেছেন। ভবিষ্যতে ক্ষতি পুষিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন তাঁরা। ২০১৬-১৭ সালের মধ্যে যেকোনো সময় অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার ইঙ্গিতও দিয়েছেন।’
আইসিসির নতুন এফটিপি বা ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে টেস্টে ও ওয়ানডে ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ার সুসংবাদও দিয়েছেন বিসিবি সভাপতি, ‘নতুন এফটিপি হলে আমাদের টেস্ট ও ওয়ানডে ম্যাচের সংখ্যা আরো বাড়বে। আইসিসির সভায় এ নিয়ে আলোচনা হয়েছে।’