ফাইনালে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
২০০৯ সাল থেকে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের শিরোপা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন নোভাক জোকোভিচ ও রজার ফেদেরার। গত ছয়টি আসরের মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছেন জোকোভিচ। বাকি দুবার শিরোপা উঠেছে ফেদেরারের হাতে। এবারও তার ব্যতিক্রম হবে না। দুবাইয়ে শিরোপা জয়ের শেষ লড়াইয়ে আবারও মুখোমুখি দুই টেনিস তারকা।
সেমিফাইনালে তমাস ব্যারদিখকে ৬-০, ৫-৭, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালের টিকিট হাতে পেয়েছেন জোকোভিচ। অন্য সেমিফাইনালে ফেদেরার জিতেছেন সরাসরি সেটে। রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ক্রোয়েশিয়ার বোর্না চোরিচকে।
দুবাই চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছয়টি শিরোপা জিতেছেন ফেদেরার। এবারও সফল হলে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাবেন এই সুইস তারকা। অন্যদিকে জোকোভিচের সামনে ফেদেরারের কাছাকাছি যাওয়ার হাতছানি। ফাইনালে জিততে পারলে পঞ্চমবারের মতো দুবাই জয়ের আনন্দে মেতে উঠবেন জোকোভিচ।