হেরেও শেষ আটে রিয়াল মাদ্রিদ
লা লিগার টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থাকার পর চ্যাম্পিয়নস লিগেও জার্মান ক্লাব শালকের বিপক্ষে ৪-৩ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। তবে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ২-০ গোলে জিতে যাওয়ায় ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের টিকেট পেয়ে গেছে গতবারের শিরোপাজয়ীরা।
নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জোড়া গোল করেও রিয়ালের হার এড়াতে পারেননি ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে দর্শকের দুয়োধ্বনি শুনতে হয়েছে রিয়ালের তারকা ফুটবলারদের।
রিয়াল-শালকে ম্যাচের প্রথমার্ধ ছিল জমজমাট উত্তেজনায় ঠাসা। ২০ মিনিটে শালকে এগিয়ে যায় ক্রিস্টিয়ান ফুকসের গোলে। পাঁচ মিনিট পরেই খেলায় সমতা ফেরান রোনালদো। ৪০ মিনিটে আবার শালকেকে ২-১ গোলে এগিয়ে দেন ক্লস-জন হান্টেলার। আবার সেই পাঁচ মিনিট পরেই গোল করেন রোনালদো।
দ্বিতীয়ার্ধের শুরুতে রিয়ালকেই চালকের আসনে বসান করিম বেনজেমা। ৫২ মিনিটে গোল করে রিয়ালকে ৩-২ গোলে এগিয়ে দেন এই ফরাসি স্ট্রাইকার। তবে এর পরও দারুণ নৈপুণ্য দেখিয়ে রিয়ালের জালে আরও দুবার বল জড়িয়ে দেন লোরি সেন ও হান্টেলার। ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শালকে।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে টানা ২২ ম্যাচ পর হারের স্বাদ পেল রিয়াল। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের শেষ হারিয়েছিল বার্সেলোনা, ২০১১ সালের এপ্রিলে।
দল হেরে গেলেও জোড়া গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন রোনালদো। ৭৮ গোল নিয়ে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন এই পর্তুগিজ তারকা। পেছনে ফেলে দিয়েছেন রাউল গঞ্জালেস (৭৭) ও লিওনেল মেসিকে (৭৬)।