জয় দিয়ে বছর শুরু বাংলাদেশের
দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও শেষপর্যন্ত বছরের শুরুটা জয় দিয়েই করতে পেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ পেয়েছে চার উইকেটের জয়। ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আট বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা।
বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করার পর চতুর্থ ওভারে রানআউট হয়ে সাজঘরে ফিরেছেন সৌম্য। আউট হওয়ার আগে তিনি করেছিলেন সাত রান। দ্বিতীয় উইকেটে ২৭ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন তামিম ও সাব্বির রহমান। কিন্তু সপ্তম ওভারে গ্রায়েম ক্রেমারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে সিবান্দার হাতে ধরা পড়েন তামিম (২৯)। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি শুভাগত হোম। ফিরে গেছেন ৭ রান করে। তবে চতুর্থ উইকেটে ৪৪ রানের ঝড়ো জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেন মুশফিকুর রহিম ও সাব্বির। ৩৬ বলে ৪৬ রানের দারুণ ইনিংস এসেছে সাব্বিরের ব্যাট থেকে। মুশফিক করেছেন ২৬ রান। শেষপর্যায়ে ২০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার ৭৯ ও ভুসি সিবান্দার ৪৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করেছিল সফরকারী জিম্বাবুয়ে।