সঞ্জিতের বোলিং অ্যাকশন অবৈধ
সন্দেহটা হয়েছিল কয়েকদিন আগে। অফস্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। সন্দেহটাই সত্যি হলো শেষ পর্যন্ত। বাংলাদেশের এই তরুণ স্পিনারের বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও শেষ হয়ে গেছে তাঁর।
রোববার আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই তথ্য। সঞ্জিতের জায়গায় স্কটল্যান্ডের বিপক্ষে দলে এসেছেন বাঁহাতি স্পিনার আরিফুল ইসলাম।
আইসিসির নিয়ম অনুযায়ী, বল করার সময় একজন বোলারের কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বেঁকে যেতে পারবে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচের ভিডিও ফুটেজ পরীক্ষা করে আইসিসির বিশেষজ্ঞ প্যানেল দেখতে পেয়েছে যে সঞ্জিতের কনুই এর চেয়ে অনেক বেশি বেঁকে যায়। তাই তাঁর বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়েছে।
আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করতে পারবেন না সঞ্জিত। অ্যাকশন শোধরানোর পর আইসিসির কাছে পরীক্ষা দিয়ে বৈধতা প্রমাণ করার পরই ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সঞ্জিতের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপরই তাঁর বোলিং অ্যাকশনের ভিডিও ফুটেজ পরীক্ষা করা হয়।