ক্যারিবীয় কোচের আত্মপক্ষ সমর্থন
আগামী সোমবার কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শেষ চারে ওঠার লড়াইয়ের প্রস্তুতি নিয়ে ক্যারিবীয়রা ক্রিকেটাররা এখন ভীষণ ব্যস্ত। তবে সর্বশেষ ম্যাচের বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাদের। বিতর্কিত রানআউটের সৌজন্যে জিম্বাবুয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করায় ক্যারিবীয় কোচ ডোয়াইন গিলও হয়তো বিব্রত। যদিও আইনের দোহাই দিয়ে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছেন তিনি।
গত মঙ্গলবার ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়েকে নাটকীয়ভাবে দুই রানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও জয়টা ঠিক ‘নিষ্কলুষ’ ছিল না। শেষ ওভারে এক উইকেট হাতে নিয়ে তিন রান প্রয়োজন ছিল জিম্বাবুয়ের। বোলার কিমো পল সেই ওভারের প্রথম বল করার সময় দেখতে পান প্রতিপক্ষের শেষ ব্যাটসম্যান রিচার্ড এনগ্রাভা কিছুটা এগিয়ে গেছেন। বল না করে নন-স্ট্রাইক প্রান্তের উইকেট ভেঙে দেন পল। ক্রিকেটের নিয়ম অনুযায়ী যা আউট।
এ ধরনের রানআউটের আরেক নাম মানকড় আউট। ১৯৪৭ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার বিল ব্রাউনকে এভাবেই রানআউট করেছিলেন ভারতের বিনু মানকড়। আর সে জন্যই এমন নাম।
এনগ্রাভার মানকড় রানআউট নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। কারো-কারো মতে, এ ধরনের আউট ক্রিকেট-চেতনার বিরুদ্ধে। কেউ বা মনে করেন আইন যেহেতু আছে, তাই এমন আউট হলে কী এমন সমস্যা?
ডোয়াইন গিল দ্বিতীয় পক্ষের দলে। বিতর্কিত রানআউট নিয়ে আত্মপক্ষ সমর্থনের সুর ক্যারিবীয় কোচের কণ্ঠে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, ‘আমার মতে আইন হলো আইন। তাই না?’
তবে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং আর ইংল্যান্ডের বর্তমান ওয়ানডে অধিনায়ক ওয়েন মর্গ্যান এই আউট নিয়ে ক্ষুব্ধ, বিরক্ত। টুইটারে ফ্লেমিং লিখেছেন, ‘এটা কোনো ভালো লক্ষ্মণ নয়, বরং ভীষণ মর্যাদাহানিকর আচরণ!’ মর্গ্যানের টুইটেও প্রকাশ পেয়েছে ক্ষোভ, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মর্যাদাহানিকর আচরণ। ওয়েস্ট ইন্ডিজের লজ্জিত হওয়া উচিত।’
সবাই অবশ্য ফ্লেমিং-মর্গ্যানদের দলে নন। চন্ডিকা হাথুরুসিংহে তাঁদেরই একজন। যুব বিশ্বকাপের মানকড় রানআউট সম্পর্কে বাংলাদেশ কোচের অভিমত, ‘যদি আইনে এমন আউট থাকে তাহলে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণের ওপরই এটা ছেড়ে দেওয়া উচিত।’
সেদিন মাঠের দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে ক্যারিবীয় দলকে জিজ্ঞেস করেন তারা আউটের আবেদন প্রত্যাহার করতে চায় কি না। ওয়েস্ট ইন্ডিজ আবেদন প্রত্যাহারে অস্বীকার জানালে আম্পায়াররা দ্বারস্থ হন টিভি আম্পায়ারের। আর তারপরই জানা যায় ক্রিকেটের নিয়ম অনুযায়ী এনগ্রাভা আউট। হাথুরুসিংহে হয়তো সেদিকেই ইঙ্গিত করছেন।