সিঙ্গাপুরে যেতে পারে অনূর্ধ্ব-২৩ দল
আগামী ২৭ থেকে ৩১ মার্চ ঢাকায় এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব হবে। ২০১৬ অলিম্পিক প্রাক-বাছাইপর্বের এই প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সিঙ্গাপুরে একটা অথবা দুটো ম্যাচ খেলতে যেতে পারে বাংলাদেশ দল।
একটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রস্তাব সিঙ্গাপুরই দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)। বাফুফেও তাদের প্রস্তাবে সাড়া দিয়েছে।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ‘আমরা প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তা-ভাবনা করছিলাম। ঠিক তখনই সিঙ্গাপুর ওদের দেশে খেলার প্রস্তাব দিয়েছে আমাদের। আশা করি আমাদের দল সেখানে প্রস্তুতি ম্যাচ খেলতে যেতে পারবে।’
এই সফর নিয়ে বাংলাদেশ দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের সঙ্গে আলোচনা করেছেন সালাউদ্দিন। এ সময় ছিলেন দলের জার্মান গোলকিপিং কোচ ক্রিস্টিয়ান শোয়াইখ্লারও।
গত বৃহস্পতিবার ঢাকায় আসা শোয়াইখ্লারকে শুধু এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের জন্যই নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে ঢাকায় এসেছেন ক্রুইফও।
এই প্রতিযোগিতাকে সামনে রেখে বাংলাদেশ দল এখন বিকেএসপিতে প্রস্তুতিতে ব্যস্ত। ‘ই’ গ্রুপে পড়া বাংলাদেশ ২৭ মার্চ প্রথম ম্যাচে সিরিয়ার মুখোমুখি হবে। ২৯ মার্চ উজবেকিস্তান এবং ৩১ মার্চ তৃতীয় ও শেষ ম্যাচের প্রতিপক্ষ ভারত। প্রতিযোগিতার ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।