পিএসজির কাছে হারল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে ভয়াবহ দুর্দশার মধ্যে পড়েছে গতবারের শিরোপাজয়ী চেলসি। ২৬ ম্যাচ শেষে তারা আছে পয়েন্ট তালিকার দ্বাদশ অবস্থানে। তবে সে তুলনায় চ্যাম্পিয়নস লিগে বেশ ভালো নৈপুণ্য দেখিয়েছিল চেলসি। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচের মধ্যে চারটিতেই জয় দিয়ে ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছিল ২০১১-১২ মৌসুমের শিরোপাজয়ীরা। কিন্তু ইউরোপসেরার লড়াইয়ে ভালো নৈপুণ্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারল না ইংল্যান্ডের অন্যতম সেরা এই ক্লাব। শেষ ষোলো পর্বের প্রথম লেগে ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ২-১ গোলে হেরে হতাশ হতে হয়েছে চেলসিকে।
তবে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অন্তত একটি গোল করার কারণে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে চেলসি। দ্বিতীয় লেগের ম্যাচে নিজেদের মাঠে ১-০ গোলের ব্যবধানে জিততে পারলেই ‘অ্যাওয়ে গোলের’ সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারবে চেলসি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে রাশিয়ার ক্লাব জেনিত সেইন্ট পিটার্সবুর্গের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা।
শেষ ষোলো পর্বের প্রথম লেগে চেলসির বিপক্ষে শুরুতেই এগিয়ে গিয়েছিল পিএসজি। ৩৯ মিনিটের মাথায় গোল করেছিলেন জ্ল্বাতান ইব্রাহিমোভিচ। তবে প্রথমার্ধেই খেলায় সমতা ফেরায় চেলসি। ৪৫ মিনিটে ডিয়েগো কস্তার পাস থেকে বল পেয়ে দলের পক্ষে সমতাসূচক গোলটি করেন জন ওবি মিকেল। ৭৮ মিনিটে জয়সূচক গোল করে পিএসজিতে উদ্ধার করেছেন বদলি হিসেবে মাঠে নামা এডিনসন কাভানি। ৭৪ মিনিটের মাথায় মাঠে নামার চার মিনিট পরেই দলের পক্ষে জয়সূচক গোলটি করেছেন এই উরুগুয়ের ফরোয়ার্ড।
৯ মার্চ স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে চেলসি ও পিএসজি।