বাংলাদেশকে কঠিন লক্ষ্যই দিল ভারত
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা খুব দারুণভাবেই করেছিল বাংলাদেশ। ১৫ ওভার শেষে ভারতের স্কোর ছিল ৯৭/৪। কিন্তু শেষ পাঁচ ওভারে ঝড়ো ব্যাটিং করে সংগ্রহটা অনেক বড় করে নিয়েছে ভারত। জয়ের জন্য বাংলাদেশের সামনে ছুঁড়ে দিয়েছে ১৬৭ রানের কঠিন লক্ষ্য।
বল হাতে ভালো শুরুর পর একাদশ ওভারে সাকিব আল হাসান মিস করেছিলেন রোহিতের ক্যাচ। সেই সহজ ক্যাচ মিসের খেসারতটাও ভালোমতোই দিতে হয়েছে বাংলাদেশকে। ২২ রানের মাথায় জীবন পেয়ে শেষপর্যন্ত ৮৩ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা। রোহিত ও হার্দিক প্যাটেলের ভালো ব্যাটিংয়ে শেষ ৩০ বলে ভারত সংগ্রহ করেছে ৬৯ রান। ৫৫ বলে ৮৩ রান করে শেষ ওভারে আউট হয়েছেন রোহিত। হার্দিক প্যাটেল খেলেছেন ১৮ বলে ৩১ রানের ইনিংস।
অথচ টস জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুটা দারুণভাবে করেছিলেন বাংলাদেশের বোলাররা। প্রথম ওভারে তাসকিন আহমেদ দারুণ বোলিং করে দিয়েছিলেন মাত্র দুই রান। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আল আমিন হোসেন বোল্ড করে সাজঘরে পাঠিয়েছ্নে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে (২)। পঞ্চম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আউট করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। মাশরাফিকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন ভারতের সহ অধিনায়ক। অষ্টম ওভারে মাহমুদউল্লাহ সাফল্য পেয়েছেন বল করতে এসেও। বোল্ড করে সাজঘরমুখী করেছেন সুরেশ রায়নাকে। উইকেটে ৫৫ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা ও যুবরাজ সিং। তবে ১৫তম ওভারে ১৫ রান করা যুবরাজকে সাজঘরে ফিরিয়েছেন সাকিব আল হাসান। তবে তাতেও খুব বেশি স্বস্তিতে থাকতে পারেনি বাংলাদেশ। পঞ্চম উইকেটে ২৭ বলে ৬১ রানের ঝড়ো জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও হার্দিক পান্ডে।