মুস্তাফিজের অভাববোধ করছেন মাশরাফি
গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যথা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এই চোটের কারণে এশিয়া কাপের বাংলাদেশ দল থেকেই ছিটকে পড়েছেন এই বাঁ-হাতি পেসার। স্বাভাবিক কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাঁকে পাচ্ছে না দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মুস্তাফিজকে পাচ্ছে না বলে কিছুটা হতাশ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই এশিয়া কাপে মুস্তাফিজকে আর পাচ্ছে না বলে হতাশ মাশরাফি বলেন, 'মুস্তাফিজ আমাদের দলের জন্য যে বড় একটি সম্পদ, তা এখন প্রমাণিত। সে দলে না থাকায় আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে। তাঁর মতো খেলোয়াড় পরের ম্যাচের জন্য আমাদের খুবই প্রয়োজন ছিল।'
মুস্তাফিজ না থাকায় দলে কে আসতে পারে? আবু হায়দার রনির খেলার সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কন্ডিশন এবং প্রতিপক্ষের সামর্থ্যের কথা ভেবেই আমাদের একাদশ নির্বাচন করা হবে। তবে এখনই বলা মুশকিল কে আসতে পারে তার জায়াগায়।'
তাহলে পরের ম্যাচে চার পেসার খেলানো হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আগের তুলনায় কন্ডিশনে অনেক পরিবর্তন এসেছে, সে কথা আমাদের মাথায় আছে। তবে আমাদের পরিকল্পনায় অনেক কিছুই আছে। তাই পরের ম্যাচে চার পেসার থাকতেও পারে, একজন কমও হতে পারে।'
অবশ্য ব্যাটিংয়ে তামিম ইকবালকে পেয়ে মাশরাফি বলেন, 'গত তিনটি ম্যাচে তামিমের অভাববোধ করেছিলাম আমরা। এই ম্যাচে তাঁর ফেরাটা আমাদের জন্য অনেক স্বস্তির। আশা করছি তাঁকে পেয়ে দল উজ্জীবিত হবে।'