ফাইনালে খেলতে আশাবাদী বাংলাদেশ
হার দিয়ে আসরটি শুরু করেছিল বাংলাদেশ। এশিয়া কাপে ধোনিদের বিপক্ষে প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুটি ম্যাচে সাফল্য পেয়ে বাংলাদেশ দল এখন বেশ আত্মবিশ্বাসী। তাই এবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতে ফাইনালে খেলতে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাশরাফিরা মুখোমুখি হচ্ছে পাকিস্তানের। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের সামনে এখন দারুণ সুযোগ ফাইনালে খেলার। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। নিজেদের সামর্থ্যের সেরাটা দিয়ে খেলতে পারলে আশা করছি এই ম্যাচ জেতা সম্ভব হবে।’
দুই দলের জন্যই ম্যাচটি বেশ চ্যালেঞ্জের বলেও মনে করেন মাশরাফি, ‘এই ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালে খেলবে। তাই আমাদের মনে রাখতে হবে প্রতিপক্ষ দল আমাদের সহজেই ছেড়ে দেবে না। কারণ এই ম্যাচে যারা হারবে ফাইনাল থেকে তারাই ছিটকে যাবে। তাই দুই দলের জন্যই ম্যাচটি বেশ চ্যালেঞ্জের। অবশ্য প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রস্তুত।’
তা ছাড়া পাকিস্তানের পেস আক্রমণ নিয়েও সতর্ক মাশরাফি, ‘পাকিস্তানের পেস আক্রমণ দুর্দান্ত। বিশেষ করে মোহাম্মদ আমির একাই যেকোনো দলের ব্যাটসম্যানদের নাজেহাল করার জন্য যথেষ্ট। তাই পাকিস্তানের পেসারদের সতর্কভাবে মোকাবিলা করতে হবে আমাদের।’
এই আসরে এর আগে পাকিস্তান দুই ম্যাচের একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে পাঁচ উইকেটে হেরে যায় এবং দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সাত উইকেটে জিতেছে তারা। তাই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে খেলবে তারা।