আর্সেনালের বিদায়, শেষ আটে আতলেতিকো
মোনাকো সফরে ২-০ গোলে জিতেও লাভ হয়নি আর্সেনালের। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার নিয়ম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছে ফ্রান্সের ক্লাব মোনাকোকে। শেট আটে উঠেছে আতলেতিকো মাদ্রিদও। প্রতিযোগিতার গতবারের রানার্স-আপরা অবশ্য সহজে জিততে পারেনি। ঘরের মাঠে জার্মানির বায়ার লেভারকুজেনকে ১-০ গোলে হারালেও দুই লেগ মিলিয়ে ১-১ সমতা দুদলকে দাঁড় করায় টাইব্রেকারের সামনে। সেখানে ৩-২ গোলে জিতে আতলেতিকো এখন কোয়ার্টার ফাইনালে।
শেষ ষোল দলের লড়াইয়ের প্রথম লেগ ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ৩-১ হারের মাশুলই দিতে হয়েছে আর্সেনালকে। মঙ্গলবার রাতে অলিভিয়ার জিরু আর অ্যারন রামজের গোল জয় এনে দিলেও ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট থেকে হতাশা নিয়ে বিদায় নিতে হয়েছে ‘গানার’দের। দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা হলেও আর্সেনালের মাঠে বেশি গোল করে মোনাকো চলে গেছে শেষ আটে।
অন্য ম্যাচেও ছিল তীব্র উত্তেজনা। ঘরের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল লেভারকুজেন। মঙ্গলবার ফিরতি লেগে মারিও সুয়ারেজের লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে থেকে নির্ধারিত ৯০ মিনিট শেষ করে স্বাগতিক আতলেতিকো। তাই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ওই ৩০ মিনিট কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের দ্বারস্থ হতে হয়। তাতে জয়ের মালা ওঠে আতলেতিকোর গলায়।