সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ
বাংলাদেশের ক্রিকেটের এখন অন্যতম সেরা ‘ব্র্যান্ড’ মুস্তাফিজুর রহমান। এক বছর আগেও যাঁকে তেমন কেউ চিনত না সেই মুস্তাফিজ এ মুহূর্তে ক্রিকেটবিশ্বের আগ্রহের কেন্দ্রে। এবারের আইপিএলে তিনি খেলবেন হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে। আর ইংল্যান্ডে তাঁর দল সাসেক্স।
আসন্ন মৌসুমের জন্য মুস্তাফিজকে দলে নিয়েছে সাসেক্স। ইংল্যান্ডের ঘরোয়া ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্ট প্রতিযোগিতায় খেলবেন এই প্রতিভাবান বাঁহাতি পেসার। খেলতে পারেন রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও।
সব কিছুই অবশ্য নির্ভর করছে আইপিএলের ওপরে। ভারতের জাকজমকপূর্ণ টি-টোয়েন্টি প্রতিযোগিতাটি আগামী ৮ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ২৪ মে। অন্যদিকে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্ল্যাস্টে সাসেক্সের প্রথম ম্যাচ ১৫ মে। তাই এই প্রতিযোগিতার শুরুতে না-ও খেলতে পারেন মুস্তাফিজ। জুলাই-আগস্টে হতে যাওয়া রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে খেলতে অবশ্য সমস্যা হওয়ার কথা নয় তাঁর।
সেসব চিন্তা পরে। আপাতত প্রথম বাংলাদেশি হিসেবে সাসেক্সের হয়ে খেলার সুযোগ পেয়ে মুস্তাফিজ উচ্ছ্বসিত, ‘কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। ইংল্যান্ডে খেলার সবসময়ই লক্ষ্য ছিল আমার। সুযোগটা দেওয়ার জন্য সাসেক্সকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি মাঠে পারফরম্যান্সের মাধ্যমে আমার ওপরে রাখা আস্থার প্রতিদান দিতে পারব।’
মুস্তাফিজকে পেয়ে সাসেক্সের প্রধান কোচ মার্ক ডেভিসও দারুণ খুশি, ‘সাসেক্স ক্রিকেট দলে মুস্তাফিজুর যোগ দিচ্ছে বলে আমি সত্যিই রোমাঞ্চিত। সে অবিশ্বাস্য ক্ষমতাবান একজন ক্রিকেটার আর বর্তমানে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা তরুণ প্রতিভা। অগতানুগতিক বোলিং বৈচিত্র্যের কারণে তার বিপক্ষে ব্যাট করা খুব কঠিন। সে হতে যাচ্ছে আমাদের দলের এক দুর্দান্ত সংযোজন।’