বিশ্ব মহিলা দাবা
প্রথম ম্যাচেই লিজার হার
রাশিয়ার সোচিতে বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ হার দিয়ে শুরু করেছেন শামীমা আক্তার লিজা। মঙ্গলবার রাতে প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে লিথুয়ানিয়ার গ্র্যান্ড মাস্টার ভিক্তোরিয়া মিলিয়েতের কাছে হেরে গেছেন বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার।
প্রথম ম্যাচেই হেরে যাওয়ায় লিজার সামনে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ার আশঙ্কা। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে বুধবার রাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাঁকে।
বাংলাদেশের প্রথম দাবাড়ু হিসেবে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন লিজা।
এবারের বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে প্রতিযোগীর সংখ্যা ৬৪। এদের মধ্যে লিজার র্যাঙ্কিং ৬১তম।