খেলোয়াড়দের মাটিতে পা রাখতে বললেন মাশরাফি
দারুণ আরো একটি অর্জন ঝুলিতে জমা পড়ল, এশিয়া কাপে আরো একবার ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলের এমন সাফল্যে খেলোয়াড়দের অতি উচ্ছ্বসিত না হতে বলেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সতীর্থদের মাটিতে পা রাখার কথা বলেন তিনি।
বুধবার অনেকটা অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। এর আগে ২০১২ সালে প্রথমবার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ঘরের মাঠে এই পাকিস্তানের কাছে হেরেই শিরোপা হাতছাড়া করেছিলেন সাকিব-মুশফিকরা।
পাকিস্তানের বিপক্ষে জয়ের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'নিঃসন্দেহে এটি আমাদের ক্রিকেটের অন্যতম বড় সাফল্য। দলের এই সাফল্যে খেলোয়াড়রা আনন্দিত হতেই পারে। তবে তাদের অতি উচ্ছ্বসিত না হওয়ারই পরামর্শ দেব আমি। তাঁরা যেন মাটিতে পা রাখে, তাদের প্রতি এ কথাই বলব আমি।'
অবশ্য এই আনন্দের দিনও একেবারেই স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, 'এশিয়া কাপের ফাইনালে উঠেছে আমাদের দল। একজন অধিনায়ক হিসেবে আমি বলব, এই আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে আমি একেবারেই স্বাভাবিক আছি।'
অবশ্য কখনোই ফাইনালে খেলার লক্ষ্য ছিল না বলে জানিয়েছেন মাশরাফি, 'টুর্নামেন্টে আমাদের শুরুটা হয়েছে হার দিয়ে। তাই ফাইনালে উঠব, তা কখনোই ভাবিনি। এমন লক্ষ্য আমাদের কখনোই ছিল না। মূলত আমাদের পরিকল্পনা ছিল একটি করে ম্যাচ জেতা।'