জয়ের দারুণ সুযোগ আছে : মাশরাফি
শক্তি-সামর্থ্যের বিচারে নিঃসন্দেহে ভারত অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশের চেয়ে। এই এশিয়া কাপের প্রথম ম্যাচেও ধোনিদের কাছে হেরেছিল মাশরাফি-সাকিবরা। এরপর সেই দলটিই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে আসরের ফাইনালে উঠে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তাঁরা। নিজেদের জয়ে আত্মবিশ্বাসী হলেও এই ম্যাচে ভারতকেই ফেভারিট মনে করছে বাংলাদেশ।
এশিয়া কাপের এই ফাইনালে রোববার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হচ্ছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
শনিবার ফাইনালপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এই আসরে আমরা খুবই ভালো খেলছি, যে কারণে আমাদের আত্মবিশ্বাস একটা ভালো জায়গায় রয়েছে। সে ধারাবাহিকতা ফাইনালেও বজায় রাখার চেষ্টা থাকবে আমাদের। তবে আমাদের মানতেই হবে, ভারতের শক্তি সামর্থ্য আমাদের চেয়ে এগিয়ে রয়েছে। তাই আমি বলব, ভারতই এই ম্যাচে ক্লিয়ারলি ফেভারিট।’
ভরতের লম্বা ব্যাটিং লাইন যেকোনো দলের জন্যই হুমকির বলে মনে করেন মাশরাফি, ‘ভারতের ব্যাটিং লাইন এই মুহূর্তে বিশ্বসেরাদের অন্যতম। রোহিত শর্মা থেকে শুরু করে স্পিনার রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত ভালোই ব্যাট করতে পারেন। তাদের আটকানো খুবই কঠিন কাজ। এই জন্য আমাদের সেরা বোলিংটাই করতে হবে।’
ফাইনালে ভারতকে এগিয়ে রাখলেও নিজেদের জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক, ‘ম্যাচে ভারত এগিয়ে আছে এটা ঠিক, কিন্তু আমাদের জয়েরও দারুণ সুযোগ আছে। আমরা যদি প্রতিটি বিভাগে নিজেদের সামর্থ্যের সেরাটা খেলতে পারি, জয় আমাদের পক্ষে আসতেও পারে। সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’