শেষ আটে বার্সা-জুভেন্টাস
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা ও জুভেন্টাস। বুধবার রাতে শেষ ষোল দলের লড়াইয়ের ফিরতি লেগে বার্সা ১-০ গোলে ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাস ৩-০ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে হারানোয় ইউরোপীয় ক্লাব ফুটবলের দুই পরাশক্তির শেষ আট নিশ্চিত হয়ে গেছে।
প্রথম লেগ জিতে বার্সা ও জুভেন্টাস কোয়ার্টার ফাইনালের পথ প্রশস্ত করে রেখেছিল। বার্সা ম্যানসিটির মাঠ থেকে ফিরেছিল ২-১ গোলের জয় নিয়ে। জুভেন্টাস ঘরের মাঠে একই ব্যবধানে হারিয়েছিল জার্মান ক্লাব বরুসিয়াকে। বুধবার তাই স্পেন আর ইতালির দুই সফল ক্লাব বেশ নির্ভার হয়ে মাঠে নেমেছিল।
ন্যু ক্যাম্পে স্বাগতিক বার্সার জয়ের নায়ক ইভান রাকিতিচ। ৩১ মিনিটে লিওনেল মেসির ক্রস বুক দিয়ে নামিয়ে, দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়ে দেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
ম্যান সিটি অবশ্য ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল। কিন্তু ৭৮ মিনিটে সার্জিও অ্যাগুয়েরো পেনাল্টি মিস করলে বিদায় নিশ্চিত হয়ে যায় ইংলিশ চ্যাম্পিয়নদের।
বরুসিয়ার মাঠে জুভেন্টাসের তিন গোলের দুটোই করেছেন কার্লোস তেভেজ। অন্য গোলটি আলভারো মোরাতার।