তাসকিন-সানির জন্য খেলেছেন মাশরাফিরা
তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং অ্যাকশন সন্দেহের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় ভীষণ অবাক হয়েছেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। বাংলাদেশ জাতীয় দলের হয়ে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলা এ দুই বোলারের ওপর এই সন্দেহ কোনোভাবেই মানতে পারছেন না তাঁরা। বাংলাদেশের কোচও এ নিয়ে জানিয়েছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মুণ্ডুপাত করছেন সমর্থকরা।
এই আইসিসিরই নানা নিয়মের বেড়াজালে আবদ্ধ ক্রিকেটারদের এত কিছু করা বা বলার সুযোগ নেই। তবে যেটুকু আছে, সেটুকু তাঁরা করেছেন দারুণভাবেই। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দলের দুই সতীর্থ তাসকিন আর সানিকে উৎসর্গ করেই খেলতে নেমেছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি।
পরিত্যক্ত হওয়া ম্যাচটির পর সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন, ‘আমরা এই ম্যাচটা খেলতে নেমেছিলাম তাদের দুজনের জন্য। আমরা সব সময় তাদের পাশে আছি। ম্যাচ শুরুর আগেও আমরা বলেছি যে, আমরা ওদের দুজনের জন্য খেলতে নামছি। আমাদের পুরো সমর্থন তাদের সঙ্গে আছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ শেষেই তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়াররা। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটা আসরে হঠাৎ করে এমন অভিযোগে কিছুটা দমেই যাওয়ার কথা তরুণ তাসকিন ও সানির। কিন্তু তাঁদের ক্রমাগত সাহস জুগিয়ে যাচ্ছেন সতীর্থরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাসকিন নিজেও ছিলেন দলে। সানি ছিলেন না প্রথম একাদশে। বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার জন্য শনিবারই তিনি রওনা দিচ্ছেন চেন্নাইয়ের উদ্দেশে। তাসকিন হয়তো কাজটা সারবেন প্রথম রাউন্ড শেষ হওয়ার পর। এসব জটিলতা চুকিয়ে তাঁরা আবার আগের মতোই ফিরে আসবেন বলে আত্মবিশ্বাসী মাশরাফি, ‘তাঁদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, দুজনেই ফিরে এসে দলের জন্য আগের মতোই সেরাটা খেলে যাবে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ ব্যাটিং করতে পেরেছে আট ওভার। এরপর আবার বৃষ্টির উৎপাত শুরু হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা।