পরীক্ষা শেষ, দোয়া চাইলেন তাসকিন
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তাঁর বিপক্ষে। স্বাভাবিক কারণে পরীক্ষার মুখোমুখি হতে হবে পেসার তাসকিন আহমেদকে, তা আগেই অনুমেয় ছিল। তাই বাছাইপর্বের খেলা শেষেই ধর্মশালা থেকে তিনি পাড়ি জমান চেন্নাইতে।
সোমবার রাতেই চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেনও তাসকিন। পরীক্ষা দেওয়ার পর এই ডানহাতি পেসার আশাবাদী, আবার স্বরূপে ফিরবেন তিনি।
মঙ্গলবার নিজের ফেসবুক পেজে তেমনই আশাবাদের কথা জানিয়েছেন বাংলাদেশ দলের এই তরুণ পেসার, ‘পরীক্ষা শেষ, কয়েকদিন পরই ফল পাওয়া যাবে। ইনশাল্লাহ, আমি ঠিক আছি। আমার জন্য দোয়া করবেন সবাই।’
তাসকিনের সঙ্গে স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ করেছিলেন আম্পায়াররা। তিনিও গত শনিবার চেন্নাইতে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন।
সাধারণত পরীক্ষার ফল পেতে ১৪ দিন অপেক্ষা করতে হয়। কিন্তু আইসিসির কোনো টুর্নামেন্ট চলাকালীন এই পরীক্ষা দিতে হয়েছে বলে, হয়তো সাত দিনের মধ্যে ফল পাওয়া যেতে পারে।