নাদালের বিদায়, শেষ চারে ফেদেরার
ইন্ডিয়ান ওয়েলস এটিপি মাস্টার্স থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে এই স্প্যানিশ তারকা ৪-৬, ৭-৬, ৭-৫ গেমে হেরে গেছেন সার্বিয়ার মিলোস রাওনিচের কাছে।
তবে রজার ফেদেরারের সেমিফাইনালের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেননি চেক প্রজাতন্ত্রের তমাস ব্যারদিখ। শেষ আটে সুইস তারকা ফেদেরার জিতেছেন সহজেই, ৬-৪, ৬-০ গেমে।
সেমিফাইনালে ফেদেরার খেলবেন রাওনিচের বিপক্ষে। অন্য সেমিফাইনালে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ অ্যান্ডি মারে।
এর আগে পাঁচবার নাদালের মুখোমুখি হলেও কখনো জিততে পারেননি রাওনিচ। ষষ্ঠ প্রচেষ্টায় তাঁকে হতাশ হতে হয়নি। প্রথম সেট হেরে গেলেও ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট দারুণ লড়াই করে স্মরণীয় জয় পেয়েছেন রাওনিচ। খেলা শেষে প্রতিপক্ষের প্রশংসা করে নাদাল বলেছেন, ‘জয়ের সুযোগ আমারই বেশি ছিল। কিন্তু আমি এমন এক দুর্দান্ত প্রতিপক্ষের কাছে হেরেছি যে প্রত্যেক বলের জন্য লড়াই করেছে। আর খুব ইতিবাচক মনোভাব নিয়েও খেলেছে।’