আবার চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদ ‘ডার্বি’
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল আতলেতিকো মাদ্রিদ। এরপর স্পেনের ঘরোয়া ফুটবলে রিয়ালকে বার বার হারিয়ে ‘প্রতিশোধ’ নিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এবার ‘আসল মঞ্চ’ অর্থাৎ চ্যাম্পিয়নস লিগেও ‘প্রতিশোধ’ নেওয়ার দারুণ সুযোগ আতলেতিকোর সামনে। ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে দেখা হচ্ছে দুই নগর-প্রতিদ্বন্দ্বীর। মানে দু-দুটো মাদ্রিদ ‘ডার্বি’!
শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের ড্র আরেকটি আকর্ষণীয় লড়াইয়ের জন্ম দিয়েছে। কোয়ার্টার ফাইনালে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খেলতে হবে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজির বিপক্ষে।
পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। আর ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস খেলবে ফ্রান্সের মোনাকোর বিপক্ষে। আগামী ১৪ ও ১৫ এপ্রিল প্রথম লেগ হবে পিএসজি, আতলেতিকো, পোর্তো ও জুভেন্টাসের মাঠে। ২১ ও ২২ এপ্রিল হবে দ্বিতীয় লেগের খেলা।
গত বছরের ২৪ মে লিসবনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আতলেতিকোকে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জিতেছিল রিয়াল। কিন্তু ‘লা দেসিমা’ জয়ের পর নগর-প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। এ মৌসুমে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে মিলিয়ে ছয় বার দেখা হয়েছে দুই মাদ্রিদের। এর মধ্যে আতলেতিকো জিতেছে চার বার, বাকি দুই ম্যাচ ড্র। গত ৭ ফেব্রুয়ারি সর্বশেষ মাদ্রিদ ‘ডার্বি’তে ঘরের মাঠে আতলেতিকো ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল রিয়ালকে। ১৯৮৭ সালের পর সেটাই রিয়ালের বিপক্ষে আতলেতিকোর সবচেয়ে বড় জয়।