মেলবোর্নে মাশরাফির দলকে সংবর্ধনা
কোয়ার্টার ফাইনালে হেরে এবারের মতো বিশ্বকাপ-অভিযান শেষ। তবে বাংলাদেশ দলের পারফরম্যান্সে দেশের মানুষের মতো প্রবাসীরাও সন্তুষ্ট। সেই সন্তুষ্টি প্রতিফলিত হয়েছে মেলবোর্নপ্রবাসী বাংলাদেশিদের মাশরাফি-সাকিবদের দেওয়া সংবর্ধনায়।
শুক্রবার স্থানীয় হাঙ্গেরিয়ান কমিউনিটি হলে এই সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান, বিসিবির অন্যতম পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় এবং বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
‘বিতর্কিত’ আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে হেরে হতাশ ক্রিকেটাররা প্রবাসীদের ভালোবাসায় অভিভূত। অনুষ্ঠানে প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে সেই ভালোবাসার প্রতিদানও দিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সংবর্ধনা অনুষ্ঠান চলার সময় ফোন করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান ও অধিনায়ক মাশরাফির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
মেলবোর্ন থেকে শনিবার দেশের উদ্দেশে রওনা দিয়েছে মাশরাফির দল। রোববার রাতে তাঁদের ঢাকায় পৌঁছানোর কথা।