আর্চারিতে বাংলাদেশের সাফল্য
থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া কাপ স্টেজ-২ বিশ্ব র্যাংকিং আর্চারি টুর্নামেন্টে রুপা জিতেছে বাংলাদেশ। শনিবার রিকার্ভের পুরুষ বিভাগের দলগত ইভেন্টের ফাইনালে রাশিয়ার কাছে বাংলাদেশ হার মেনেছে ৬-০ সেট পয়েন্টে।
শুক্রবার সেমিফাইনালে শক্তিশালী ভারতকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু আশার আলো জ্বাললেও শেষ পর্যন্ত স্বর্ণ জয় করা সম্ভব হয়নি।
এর আগে চীনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। আর শেষ আটের লড়াইয়ে হারিয়েছিল চায়নিজ তাইপেকে।
প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করেছেন শেখ সজীব, তামিমুল ইসলাম ও দুরুল হুদা।