আজ জিততে চান সাকিব
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপটা অন্য রকম হতে পারত। একের পর এক ম্যাচ জিতে প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারত বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। উল্টো বিশ্বকাপের মাঝপথে দুই বোলার তাসকিন-সানিকে হারিয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবারের আসর।
প্রথমে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হার। এরপর অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হাত থেকে ম্যাচ ফসকে যাওয়া। এভাবে পরপর তিনটি হারে ক্লান্ত মাশরাফি বাহিনী।
আজ কলকাতার ইডেনে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। শক্তিমত্তা আর বর্তমান পারফরম্যান্স-দুটোতেই এগিয়ে এই দলটি। এরপরও নিজেদের শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি থেকে শুরু করে দলের সব খেলোয়াড়ের প্রত্যাশাই জয়।
দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান শেষ ম্যাচে জয় পেতে মরিয়া। ফেসবুকে অফিশিয়াল পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাকিব জয়ের আশা করেছেন।
সাকিব বলেন, ‘আজ বাঘেরা নামবে কিউই শিকারে। টাইগাররা একটি দুঃসাধ্য ধাওয়া আশা করছে, কিন্তু জয়ের পথে তারা পিছপা হবেনা।’
আজ ইডেনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সুপার টেনে টাইগারদের শেষ ম্যাচটি। নিয়মরক্ষার এ ম্যাচে সাকিবের মতো অনেকেই জয় দেখতে চাইবেন।