বাফুফের লটারি নিয়ে জালিয়াতি!
পুরস্কার ৩০ লাখ টাকা। পাবেন একজন, কিন্তু দাবি করেছে দুই পক্ষ। পরে একজন ভুয়া প্রমাণিত হওয়ায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারি নিয়ে এমন ঘটনা ঘটেছে।
ফুটবল উন্নয়ন তহবিল সংগ্রহের জন্য লটারির আয়োজন করে বাফুফে। ফলাফল ঘোষণার পর ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার দাবি করে কুমিল্লা ক্লাব এবং শরীয়তপুরের কিং খান নামে এক যুবক। দুই পক্ষেরই টিকিটের নম্বর এক হওয়ায় বিপাকে পড়ে যায় বাফুফে। সমস্যার সমাধানে বাফুফের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়।
সভা ডেকে এই কমিটি প্রথম পুরস্কার দাবিদার দুই পক্ষকেই ডেকে পাঠায়। কুমিল্লা ক্লাব তাদের প্রতিনিধি পাঠায়। উপস্থিত হন শরীয়তপুরের কিং খানও। বাফুফে কর্মকর্তা, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং লটারি ছাপানো প্রতিষ্ঠানের এক প্রতিনিধিও উপস্থিত হন এই সভায়।
দুই পক্ষই তাদের দাবিতে অনড় থাকলে টিকিট দুটি পরীক্ষা করে দেখা যায় শরীয়তপুরের কিং খানের টিকিট জাল। পরে তাকে মতিঝিল থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, ‘আমরা আগেই জানতাম একজনের টিকিট জাল। তাই যিনি বৈধ টিকিটের মালিক নন তাকে দাবি প্রত্যাহার করে নেওয়ার সুযোগ দিয়েছিলাম আমরা। পরে যাচাই করে দেখা যায় কিং খানের টিকিট জাল। আমরা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।’